'জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না', কড়া বার্তা ভূপেশ বাঘেলের

বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় কেঁপে ওঠে প্রায় গোটা দেশ। মাওবাদী হামলার জেরে বুধবার দান্তেওয়াড়ায় ১০ পুলিশ কর্মীর প্রাণ যায়।

author-image
Aniruddha Chakraborty
New Update
নবভভ

নিজস্ব সংবাদদাতাঃ বুধবার ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় কেঁপে ওঠে প্রায় গোটা দেশ। মাওবাদী হামলার জেরে বুধবার দান্তেওয়াড়ায় ১০ পুলিশ কর্মীর প্রাণ যায়। সেই সঙ্গে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড জওয়ানরা যে গাড়িতে ছিলেন, সেই চালকেরও মৃত্যু হয়। এই ঘটনার পর আজ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বলেন, "১০ জন ডিআরজি জওয়ান এবং এক চালকের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তাদের আত্মত্যাগ বৃথা যাবে না। এর সঙ্গে জড়িত নকশালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা আত্মসমর্পণ করতে চায় তাদের আত্মসমর্পণ করতে হবে। আমাদের জওয়ানরা ক্রমাগত মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছেন।" তিনি আরও বলেন, "আমাদের জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না। ওই এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা আমাদের মনোবলকে প্রভাবিত করবে না এবং আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।"