Char Dham Yatra 2023:শুরু হল চারধাম যাত্রা, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী

শবিবার সকালে খারসালি গ্রামে মা যমুনার ডোলি নিয়ে যাওয়ার যাত্রায় সাধারণ মানুষের সঙ্গে হাজির ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।

author-image
Aniruddha Chakraborty
New Update
vb

নিজস্ব সংবাদদাতাঃ আজ থেকে শুরু হল চারধাম যাত্রা। উত্তরাখণ্ডের চারটি স্থান নিয়ে হওয়া এই চারধাম যাত্রা হিন্দুদের অন্যতম পবিত্র তীর্থস্থান। চারধাম বলতে বোঝায়, কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী। আজ, শনিবার খুলছে গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের মন্দির। ২৫ এপ্রিল খুলবে কেদারনাথ মন্দিরের দরজা। তারপর  ২৭ এপ্রিল বদ্রিনাথ মন্দিরের দরজা খুলবে। শবিবার সকালে খারসালি গ্রামে মা যমুনার ডোলি নিয়ে যাওয়ার যাত্রায় সাধারণ মানুষের সঙ্গে হাজির ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। হেলিকপ্টার থেকে মুখ্যমন্ত্রী সহ এই অনুষ্ঠানে হাজির সবার মাথায় পুষ্পবৃষ্টি করা হয়।