নিজস্ব সংবাদদাতাঃ চন্দ্রযান ৩ নিয়ে আজ সোমবার অবশেষে বড় ঘোষণা করে দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) প্রধান এস সোমনাথ। এদিন তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ‘চলতি বছরের জুলাই মাসেই চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে।‘ এর আগেই শোনা যাচ্ছিল যে জুলাই মাসের মাঝামাঝি নাগাদ মহাকাশযানটি চাঁদের পৃষ্ঠে পাঠানোর পরিকল্পনা করছে ইসরো। উল্লেখ্য, গত ২০১৯ সালে চন্দ্রযান-২ উৎক্ষেপণ করে ইসরো। ইসরো কর্মকর্তাদের মতে, ল্যান্ডার ও রোভারে এই বৈজ্ঞানিক যন্ত্রের পরিধি 'চাঁদের বিজ্ঞান' এর 'থিম' নিয়ে কাজ করবে। আরেকটি পরীক্ষামূলক যন্ত্র চাঁদের কক্ষপথ থেকে পৃথিবীর 'স্পেকট্রো-পোলারিমেট্রিক সিগনেচার' অধ্যায়ন করবে। দেখুন ভিডিও...