নিজস্ব সংবাদদাতাঃ গন্তব্যের পথে আরও একধাপ এগিয়ে গেল ভারতের তৈরি চন্দ্রযান-৩। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-৩ চাঁদে যাওয়ার পথে একের পর এক কক্ষপথ অতিক্রম করে চলেছে। মঙ্গলবার তৃতীয় কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফল ভাবে সম্পন্ন করার পর আজ (২০ জুলাই,২০২৩) চতুর্থ কক্ষপথ সফলভাবে পেরিয়েছে ইসরোর চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের পর কক্ষপথ পরিবর্তন করার মধ্যে দিয়ে চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল চন্দ্রযান-৩।
ইসরো জানিয়েছে, চন্দ্রযান-৩ মহাকাশে নির্বিঘ্নেই ঘুরে বেড়াচ্ছে। তবে আগামী ২৫ জুলাই মঙ্গলবার দুপুর ২টো থেকে বিকেল ৩টের মধ্যে আবার তার কক্ষপথ পরিবর্তিত হবে।