নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা লঙ্কা দিনাকর তিরুপতিতে ভেঙ্কটেশ মন্দিরের প্রসাদ বিতর্ক নিয়ে বলেন, "তিরুমালা তিরুপতিতে লাড্ডু প্রসাদ এবং অন্যান্য খাবার তৈরিতে ব্যবহৃত উপাদানগুলির (ঘি) ভেজাল সংক্রান্ত একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার জন্য অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই।"
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেন, তিরুপতি মন্দিরের লাড্ডু প্রসাদ ও অন্যান্য খাবারে নিম্নমানের উপাদান দেওয়া হয়। লাড্ডুতে গরুর চর্বি ও পশুর চর্বি ও বিভিন্ন উপাদান দিয়ে তৈরি হয়। এই মন্তব্যের পরেই সারা ভারত জুড়ে বিতর্ক সৃষ্টি হয়। তিরুপতির মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত রয়েছেন। যাঁরা বিশ্বাস করেন, তাঁদের প্রার্থনা সরাসরি ভগবানের কাছে যায়। তাঁদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। চন্দ্রবাবু নাইডু এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এছাড়াও এই প্রসাদের টেস্ট ও ঘিয়ের টেষ্ট রাজ্যের বাইরে করানো হচ্ছে বলে জানা গিয়েছে।