বিরোধীদের প্রশ্নের জবাব দিয়ে দিলেন নাইডু, ভরসা রাখলেন মোদীর ওপর

'ভারত সরকার বলছে কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে এখন দারিদ্র্য শূন্য'।  

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
chandrababu naiduq2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাজেট ২০২৫-এ বিহারের ঝুলি ভরিয়েছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে জোর চর্চা উঠেছে রাজনীতির অন্দরে। বিরোধীরা অনেকেই প্রশ্ন তুলেছেন যদি নীতীশ কুমার এবং এন চন্দ্রবাবু নাইডুর কাঁধে ভর দিয়ে কেন্দ্র সরকার গড়েছে, মোদী প্রধানমন্ত্রী হয়েছেন; তাহলে বিহার এতোকিছু পেলেও অন্ধ্রপ্রদেশ কেন কিছু পেল না? এবার বিরোধীদের সেই সকল প্রশ্নের উত্তর দিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। 

এদিন তিনি বলেন, “সাধারণ মানুষ মধ্যবিত্ত হয়ে উঠছে। তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) জনগণকে জানাতে চেয়েছিলেন যে মধ্যবিত্তও গুরুত্বপূর্ণ। সেখানেই ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত আয়কর ছাড় সাহায্য করবে। দরিদ্র এবং ধনী উভয়কেই একসাথে যোগ দিতে হবে। ভারত সরকার বলছে কেন্দ্রীয় বাজেটের মাধ্যমে এখন দারিদ্র্য শূন্য”। 

naidu-1

একই সাথে তিনি বলেন, “মতাদর্শ এবং উন্নয়নের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। বাম দিকে নয়, ডান দিকে থাকুন। তাহলেই আমরা এগিয়ে যেতে পারব। যদি আপনি বাম দিকে থাকেন, তাহলে আপনি বিচ্ছিন্ন এবং উপেক্ষিত হবেন এবং স্থায়ীভাবে আপনি বাম দিকেই চলে যাবেন। ডান দিকে উন্নয়নই সঠিক রাজনীতি। কেবল স্থায়িত্বই সম্পদ তৈরি করে। আপনি যদি সম্পদ তৈরি করতে চান, তাহলে আপনাকে উন্নয়নের উপর মনোযোগ দিতে হবে”।

chandrababu naiduq1.jpg