বাংবাদেশ ইস্যুতে ফের বিস্ফোরক মন্তব্য যোগী আদিত্যনাথের! সহবতের পাঠ শেখালেন চন্দ্র শেখর আজাদ

বাংবাদেশ ইস্যুতে ফের বিস্ফোরক মন্তব্য যোগী আদিত্যনাথের। সহবতের পাঠ শেখালেন চন্দ্র শেখর আজাদ ।

author-image
Tamalika Chakraborty
New Update
chandra sekhar azad editted.jpg

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ এবং সম্বল ইস্যুতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের 'ডিএনএ' মন্তব্য সম্পর্কে, আজাদ সমাজ পার্টির সাংসদ চন্দ্র শেখর আজাদ বলেছেন, "তার পদের মর্যাদা বজায় রাখার সময়, তার এমন শব্দ ব্যবহার করা উচিত যা মানুষের মধ্যে বিশ্বাস যোগায়। তাকে নিশ্চিত করতে হবে যে রাজ্যে আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়।"

 

প্রসঙ্গত, বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে চলেছে। বাংলাদেশের হিন্দুদের ওপর ক্রমাগত অত্যাচার করা হচ্ছে। মন্দির ভেঙে ফেলা হচ্ছে। হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারসঙ্গে বাংলাদেশের উপদেষ্টারা তীব্র ভারত বিরোধী মন্তব্য করতে শুরু করেছেন। বাংলাদেশে বার বার ভারতের জাতীয় পতাকা অপমান করা হয়েছে। তার একাধিক চিত্র সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে। 

yogi adityanath rt1.jpg