শনিবার কোজাগরী পূর্ণিমায় রয়েছে চন্দ্রগ্রহণ

শনিবার কোজাগরী পূর্ণিমায় রয়েছে চন্দ্রগ্রহণ। এই গ্রহণের দিনেই রয়েছে কোজাগরী লক্ষ্মীপুজো। এই কোজাগরী লক্ষ্মীপুজোতে হতে চলেছে চন্দ্রগ্রহণ। শনিবারের এই চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে কি না, তা নিয়ে রয়েছে কৌতূহল।

চন্দ্রগ্রহণের সময়

চন্দ্রগ্রহণের সময়- ২৮ অক্টোবরের ১১.৩১ মিনিটে রাতে শুরু হবে গ্রহণ। এরপর ২৮ অক্টোবর মধ্যরাতে পেনম্ব্রা শুরু হবে। আম্ব্রাল ফেজ শুরু হবে ২৯ অক্টোবর রাত ১টা ১৯ মিনিটে। তা শেষ হবে রাত ২ টো ২৪ মিনিটে।