নিজস্ব সংবাদদাতাঃ পঞ্জাবের বিজেপি সভাপতি সুনীল জাখর বলেন, “পঞ্জাবেও মদ নীতির দিল্লি মডেল লাগু করা হয়েছে। এই ঘটনার তদন্ত করছে সিবিআই। ২০২২ সালে, ৩০ শে মে, মণীশ সিসোদিয়ার একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, রাঘব চাড্ডাও সেখানে ছিলেন এবং আবগারি মন্ত্রী এবং বিভাগের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন এবং এটি (মদ নীতি) বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছিল। পঞ্জাব বিজেপির একটি প্রতিনিধি দল আজ পুনাব নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে ইডিকে এই মামলায় ঢুকতে দেওয়ার অনুরোধ করেছে, অন্যথায় আমরা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গেও দেখা করব। দিল্লিতে মাত্র ১০০ কোটি টাকার লুঠের কথা, কিন্তু এখানে হাজার হাজার কোটি টাকার লুঠ। নিজেদের 'কাট্টার ইমান্দার' বলে দাবি করা আম আদমি পার্টির পক্ষে অত্যন্ত লজ্জার বিষয় যে গত দু'দিনে ২১ জন বেআইনি মদ্যপানে মারা গিয়েছেন এবং তাও মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায়।”