বড় খবরঃ ট্রাক্টর নিয়ে ‘দিল্লি চলো’, এবার হাইওয়েতে বিক্ষোভ শুরু কৃষকদের

রাজ্য জুড়ে কৃষকদের আন্দোলন নিয়ে ধুন্ধুমার কাণ্ড। এই বিষয় নিয়ে বড় বার্তা জানালেন কৃষক নেতা রাকেশ টিকাইত।

author-image
Probha Rani Das
New Update
dthjj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চণ্ডীগড়ে ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত বলছেন, “২৬ ফেব্রুয়ারি আমরা ট্রাক্টর নিয়ে হাইওয়েতে যাব, যে পথে দিল্লি যাবে, আমরা রাজ্য সড়ক এবং কেন্দ্রীয় সড়কে প্রবেশ করব। একদিনের কর্মসূচি হবে, তারপর আমরা ফিরব। তারপর সারা ভারতে আমাদের বৈঠক চলবে। ১৪ মার্চ দিল্লির রামলীলা মাঠে একদিনের অনুষ্ঠান হবে। ট্রাক্টর ছাড়াই মানুষ ওই অনুষ্ঠানে যাবে। সরকার বারবার বলছে, ওরা আমাদের আটকাচ্ছে না, দেখা যাক ওরা আমাদের আটকায় কি না।” 

v

cityaddnew

স

স