নিজস্ব সংবাদদাতাঃ চণ্ডীগড়ে ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত বলছেন, “২৬ ফেব্রুয়ারি আমরা ট্রাক্টর নিয়ে হাইওয়েতে যাব, যে পথে দিল্লি যাবে, আমরা রাজ্য সড়ক এবং কেন্দ্রীয় সড়কে প্রবেশ করব। একদিনের কর্মসূচি হবে, তারপর আমরা ফিরব। তারপর সারা ভারতে আমাদের বৈঠক চলবে। ১৪ মার্চ দিল্লির রামলীলা মাঠে একদিনের অনুষ্ঠান হবে। ট্রাক্টর ছাড়াই মানুষ ওই অনুষ্ঠানে যাবে। সরকার বারবার বলছে, ওরা আমাদের আটকাচ্ছে না, দেখা যাক ওরা আমাদের আটকায় কি না।”