নিজস্ব সংবাদদাতাঃ দেবীর আরাধনার ভিন্ন রূপ। দেবীর পুজোর উদ্দেশেই উত্তরাখণ্ডের চম্পাওয়াতের এই জায়গায় 'পাথর ছোড়া' মেলার সূচনা হয়। এলাকায় বাগওয়াল মেলা নামে পরিচিত এই মেলা বরাহিদেবীর আরাধনাকে কেন্দ্র করে প্রতি বছরই আয়োজিত হয়। সেখানে পাথর বা ফল ছুড়ে একে অপরকে আঘাত করতে দুটি পক্ষ প্রস্তুত থাকেন। দেবীর আরাধনাতেই চলে রক্তপাত। আর সেই রক্তপাতই দেবীর প্রতি অর্পণ বলে ধরে নেওয়া হয়। এই মেলায় পাথর ছোড়াছুড়ির ফলে বৃহস্পতিবার ১২০ জন আহত হন।
এলাকার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কেকে আগারওয়াল জানিয়েছেন যে আহতদের মধ্যে গুরুর জখম বেশ কয়েকজন। বহু আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এও বলেন গত বছর আহতের সংখ্যা ছিল ২৩০ জন। প্রতি বছর রাখির দিনে চম্পাওয়াতের দেবীধুরা এলাকায় এরকম মেলার আয়োজন করা হয় যেখানে আহত হয় একের পর এক মানুষ।