NDA-তে যাচ্ছেন চম্পাই সোরেন! হয়ে গেল ঘোষণা

ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের (এজেএসইউ) সভাপতি সুদেশ মাহতো বলেছেন, চম্পাই সোরেন NDA-এর অংশ হলে ভালো হতো।

author-image
Tamalika Chakraborty
New Update
jharkhand student leader

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে তার বৈঠকের প্রসঙ্গে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের (এজেএসইউ) সভাপতি সুদেশ মাহতো বলেছেন, "ঝাড়খণ্ডের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং রাজ্য সরকার রাজ্যকে যে পরিস্থিতি এনেছে তা নিয়ে আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা একসঙ্গে নির্বাচনে লড়ব। চম্পাই সোরেন এনডিএ-র অংশ হলে ভালো হবে।"

champai sorenqq2.jpg

amit shahjk1.jpg