মহুয়া মৈত্রকে তলব, চিঠি যাচ্ছে তথ্যপ্রযুক্তি, স্বরাষ্ট্র মন্ত্রকে

মহুয়াকে নিয়ে বড় দাবি করলেন পার্লামেন্টের এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার (Vinod Sonkar)।

author-image
SWETA MITRA
New Update
mahua chair.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ঘুষকাণ্ডে বড় দাবি করলেন পার্লামেন্টের এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার (Vinod Sonkar)। তিনি বলেন, "আজ যে দু'জনকে তলব করা হয়েছে, কমিটি আইনজীবী ও নিশিকান্ত দুবের বক্তব্য শুনেছে। তাদের প্রমাণ খতিয়ে দেখা হয়েছে। এর গুরুত্ব বিবেচনা করে কমিটি মহুয়া মৈত্রকে (Mahua Moitra) ৩১ শে অক্টোবর আদালতে হাজির হওয়ার জন্য তলব করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয়ত, দর্শনের হিরানন্দনি, মহুয়া মৈত্র এবং আইনজীবী জয় অনন্ত দেহাদরাই-এর মধ্যে কথোপকথনের বিস্তারিত জানতে তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি।“ শুনুন তাঁর বক্তব্য...