নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে রান্নার গ্যাসের দাম (Cooking Gas Price) ক্রমশই বাড়ছে। নতুন করে গ্যাসের দাম নির্ধারণের বিষয়টি ভাবনা চিন্তা করছে এবার কেন্দ্র (Modi Govt)। ফলে গ্যাসের দাম কমতে পারে বলে অনুমান। নতুন করে রান্নার গ্যাসের দাম নির্ধারণের ক্ষেত্রে অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন ও অয়েল ইন্ডিয়া লিমিটেডের আয় কমতে পারে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার নতুন দিশা নির্দেশের ফলে ঘরোয়া স্তরে উত্পাদিত রান্নার গ্যাসের দাম প্রতি মাসে নির্ধারিত হবে এখন থেকে। ফলে নতুন গ্যাসের মূল্য নির্ধারণের মানদণ্ড অধিক পরিমাণে সংশোধিত হবে যা আগে ৬ মাসে একবার সংশোধিত হত।