নিজস্ব সংবাদদাতা : আজ কেন্দ্র সরকার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির কথা ঘোষণা করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁকে দ্রুত নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
/anm-bengali/media/media_files/2025/03/25/t0lU7Tzjatm6gjDJTiIi.jpg)
বিচারপতি বর্মা বর্তমানে দিল্লি হাইকোর্টে কর্মরত ছিলেন। যদিও তাঁর এই বদলিকে বিচারব্যবস্থার ক্ষেত্রে নিয়মিত রদবদলের অংশ বলেই গণ্য করা হচ্ছে ।