বাড়ি থেকে নগদ টাকা উদ্ধারের জের ! বদলি করা হল বিচারপতি যশবন্ত বর্মাকে

কেন হঠাৎ বদলি করা হল দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে ?

author-image
Debjit Biswas
New Update
vbk-16-9-Justice Yashwant Varma

নিজস্ব সংবাদদাতা : আজ কেন্দ্র সরকার দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির কথা ঘোষণা করেছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁকে দ্রুত নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

vbk-16-9-Justice Yashwant Varma

বিচারপতি বর্মা বর্তমানে দিল্লি হাইকোর্টে কর্মরত ছিলেন। যদিও তাঁর এই বদলিকে বিচারব্যবস্থার ক্ষেত্রে নিয়মিত রদবদলের অংশ বলেই গণ্য করা হচ্ছে ।