নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবারের পর আজ শনিবার দফায় দফায় অশান্ত হয়ে উঠে মহারাষ্ট্রের জালনা এলাকা। মহারাষ্ট্রে ক্রমশ জোরালো হচ্ছে মারাঠা সংরক্ষণের দাবি। শুক্রবার বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।এই ঘটনার বিষয়ে কংগ্রেস নেতা অশোক চৌহান বলেন, "গতকাল জালনা গ্রামে যে অমানবিক ঘটনা ঘটেছে তা আমরা যখন জানতে পারলাম, তখন উদ্ধব ঠাকরে আমাদের সমস্ত বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে বলেন। প্রশাসনের উচিত ছিল নম্রভাবে বিক্ষোভকারীদের বিষয়টি শোনা, এটাই একমাত্র প্রত্যাশা ছিল। কেন্দ্রীয় সরকার একটি বিশেষ অধিবেশন আহ্বান করেছে এবং আমি আইন পরিবর্তন এবং মারাঠা সংরক্ষণ দেওয়ার দাবি জানাচ্ছি।"
সরতি অন্তরওয়ালি গ্রামে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার পর কংগ্রেস নেতা অশোক চৌহান আরও বলেন, "কেন্দ্র এক দেশ ও এক নির্বাচন করছে, কিন্তু সংরক্ষণের কী হবে?"