নিজস্ব সংবাদদাতা : দূষণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সরকার। কবে শুধু রাজ্য সরকার নয়, দূষণ নিয়ন্ত্রণো অংশ নিতে হবে কেন্দ্রকেও। এমনটাই মত দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজের। তিনি বলেন, "দিল্লির ভূতাত্ত্বিক অবস্থা এমন যে আশেপাশের রাজ্যগুলি থেকে ধোঁয়া আসে। দিল্লির আশেপাশের রাজ্যগুলি দূষণ নিয়ন্ত্রণের নিয়ম মেনে চলে। দিল্লিতে, শুধুমাত্র সিএনজি বাস চলছে, সমস্ত থার্মাল বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আশেপাশের রাজ্যগুলিতে এটি হয় না। সমস্ত রাজ্যকে প্রচেষ্টা করতে হবে এবং কেন্দ্রকেও দূষণ নিয়ন্ত্রণে অংশ নিতে হবে।"