নিজস্ব সংবাদদাতা: হাজারও প্রতিকূলতা পেরিয়ে প্রাপ্য আদায়ের দাবিতে তৃণমূলের ‘দিল্লি চলো’ অভিযানের প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই রাজধানীতে পৌঁছে গেছেন বাংলার বঞ্চিতরা। সোমবার, গান্ধীজয়ন্তীতে রাজঘাটে ধরনা কর্মসূচি দিয়ে শুরু হবে প্রতিবাদ। ৩ তারিখ কৃষিভবনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে চায় তৃণমূল। কিন্তু মন্ত্রী ওইদিন থাকবেন না বলে জানিয়ে দিয়েছেন। তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন তাঁকে গ্রেফতার করা উচিত। এবার এই হুঁশিয়ারিতে কি চিঁড়ে ভিজল? জানা গেছে যে এবার তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন। কিন্তু তাতে কি রাজি হবে তৃণমূল? তা ঠিক করতেই আজ অর্থাৎ রবিবার সাংসদ সৌগত রায়ের বাড়িতে রণকৌশল বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। থাকবেন দলের সাংসদ, বিধায়করা।