পরনে আজ মধুবনী শিল্ক, ভারতের ঐতিহ্য আজও তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী গত ৭ বার ভারতীয় তাঁতের শাড়ি পরে বাজেট পেশ করেছেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
GirN0SDa8AAdmCk

File Picture

নিজস্ব সংবাদদাতা: অষ্টম বারের জন্য বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ২০২৫-২০২৬ অর্থ বর্ষের জন্য এই বাজেট পেশ করবেন তিনি। আর তা দেশের ইতিহাসে সর্বকালীন রেকর্ড হতে চলেছে বলে মনে করছেন অনেকেই। এর আগে সবথেকে বেশিবার অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশের নজির গড়েছিলেন মোরারজি দেশাই। সেই রেকর্ডকেও এবার ছাপিয়ে যেতে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ এই সদস্য। তৃতীয় বার ক্ষমতায় আসার পর এটা মোদী সরকারের দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট।

আর তাই এই বাজেটকে ঘিরেই ক্রমশ চড়ছে প্রত্যাশার পারদ। তাই আজ সবাই তাকিয়ে রয়েছেন নির্মলা সীতারামনের দিকেই। আর সেই কেন্দ্রীয় মন্ত্রীর পোশাকেও আজকের দিনে থাকে বিশেষ চমক। কেননা ভারতের বিভিন্ন ঐতিহ্যের এক ছাঁচ তুলে ধরেন তিনি তাঁর পোশাকে। প্রতি বছর অর্থমন্ত্রীর শাড়ি মানুষের মনোযোগ আকর্ষণ করে। অর্থমন্ত্রী গত ৭ বার ভারতীয় তাঁতের শাড়ি পরে বাজেট পেশ করেছেন। এবারও তার অন্যথা হল না। 

x

এবার তাঁর পরনে রয়েছে লাল ব্লাউজ, সাদা শাড়ি। তবে যেমন তেমন শাড়ি নয়, তিনি আজ পরেছেন মধুবনী শিল্ক। বাজেটসজ্জায় এবার নির্মলার পরনে সাদা ও সোনালি পাড়ের মধুবনী শাড়ি রয়েছে।

শাড়িটি বিহারের শিল্পী দুলারি দেবীর হাতে তৈরি। গত ২০২১ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছেন তিনি। মিথিলা আর্ট ইন্সটিটিউট তৈরি করে মধুবনী শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে। জানা যাচ্ছে, দুলারি দেবী বাজেট অধিবেশনে পরার জন্য এই শাড়িটি বিশেষভাবে তৈরি করে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। আর আজ সেই শাড়ি পরেই দেশের আগামী দিনের বাজেট ভবিষ্যতই বলতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। 

x