নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশ ভোটের মাঝেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের এক বিতর্কিত মন্তব্য করে বসলেন। তা নিয়ে একেবারে তুমুল শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। তবে ভোটের পরে তিনি একথা বলেছেন বলে জানা গেছে। নরোত্তম মিশ্র নাকি দাবি করেন যে যদি অন্য দল জেতে তবে পাকিস্তানে উৎসব হবে। সেক্ষেত্রে জাতীয় স্বার্থে পদ্ম বোতাম টিপে ভোট দেওয়া উচিত।
জানা যায় যে মধ্যপ্রদেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছিলেন যে যদি কোনও ব্যক্তি মধ্যপ্রদেশে পদ্ম বোতামটা টেপেন তবে সীমান্তে যে সেনা জওয়ান পাহার দিচ্ছেন তার হাত শক্ত হয়ে যাবে। এর সঙ্গেই পাকিস্তানে আতঙ্ক তৈরি হবে যে মোদীজি আসছেন। কেন্দ্রীয় মন্ত্রী আরো জানিয়েছেন যে পদ্ম বোতাম টিপলে জঙ্গিদের মধ্যে আতঙ্কে তৈরি হয়। যাদের সীমান্তে গিয়ে দেশ রক্ষার সুযোগ নেই তারা পদ্ম বোতাম টিপতে পারেন। জাতীয় স্বার্থেই তারা এটা করতেই পারেন।