নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় সরকার একটি কমিটি গঠন করেছে যার নেতৃত্বে ADG, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইস্টার্ন কমান্ড উপস্থিত থাকবেন। মূলত, ভারত-বাংলাদেশ সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এই কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে বলেন, “কমিটি ভারতীয় নাগরিক, হিন্দু এবং সেখানে বসবাসকারী অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশে তাদের প্রতিপক্ষ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যম বজায় রাখবে”।
The central government has constituted a committee that is to be headed by the ADG, Border Security Force, Eastern Command - to monitor the current Indo-Bangladesh Border (IBB) situation.
"...The committee will maintain communication channels with their counterpart authorities… pic.twitter.com/Smwcx3MlSA