নিজস্ব সংবাদদাতা: মার্চ মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central Govt Employee) মহার্ঘ্য ভাতা (DA) ৪ শতাংশ হারে বৃদ্ধির ঘোষণা করে কেন্দ্র সরকার। সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) সুপারিশ মতো বর্ধিত বেতন ইতিমধ্যেই পাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। কিন্তু দুই মাস যেতে না যেতেই কেন্দ্রীয় সরকার আবার তার কর্মীদের ডিএ ৩ থকে ৪ শতাংশ হারে বাড়াতে (DA Hike) পারে। জানা গেছে যে ১ জুলাই থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বাড়িয়ে দেওয়া হবে বেতন। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৪২ শতাংশ হারে ভাতা পাচ্ছে। এখন সপ্তম বেতন কমিশনের সুপারিশে ডিএ আরও ৩-৪ শতাংশ বৃদ্ধি পেলে মোট ভাতা হবে ৪৬ শতাংশ। এক সপ্তাহ আগেই ঝাড়খণ্ড সরকার (Jharkhand Govt) মহার্ঘ্য ভাতা ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪২ শতাংশ করেছে। গত মাসে হিমাচল সরকারও (Himachal Pradesh Govt) ভাতা ৩১ শতাংশ থেকে ৩ শতাংশ বাড়িয়ে ৩৪ শতাংশ করেছে।