নিজস্ব সংবাদদাতাঃ দেশের মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের তরফে বহু প্রকল্প চালু করা হয়েছে। বিনামূল্যে রান্নার গ্যাস থেকে শুরু করে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারের এই প্রকল্পগুলোর মাধ্যমে প্রতিনিয়ত সাধারণ মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছে। দেশের মেয়েদের জন্যও কেন্দ্রীয় সরকারের বিশেষ কিছু প্রকল্প রয়েছে।
দেশের মেয়েদের জন্য কেন্দ্রীয় সরকারের একটি বিশেষ প্রকল্প হল হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনার মাধ্যমে বাড়িতে কন্যা সন্তান থাকলে তার ২১ বছর বয়স হলেই পাওয়া যাবে ৪৭ লক্ষ টাকা।
এই প্রকল্পের সুবিধা কীভাবে পাবেন এবং কেমন ভাবেই আবেদন করবেন তা জেনে রাখুন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের আওতায় কন্যা ২১ বছর হওয়ার পর প্রকল্প ম্যাচিউর হলে নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে। অন্যদিকে যদি অতিরিক্ত লাভবান হতে চান তাহলে খানিক ঝুঁকি নিয়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হবে। এর মাধ্যমে দীর্ঘ সময় পর্যন্ত বৃহৎ অঙ্কের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, বিভিন্ন SIP হিসেবের মাধ্যমে জানা যেতে পারে যে কোন যোজনাটি কন্যা সন্তানের জন্য সবথেকে ভালো হবে।
কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের মূল উদ্দেশ্য হল একজন কন্যা সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা। একজন কন্যা সন্তানের ভবিষ্যতে উচ্চ এবং উন্নত শিক্ষার জন্য হোক বা বিবাহের জন্য টাকার প্রয়োজন। তাই দেশের মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে তাদের পরিবারের তরফে টাকা জমিয়ে রাখা খুব প্রয়োজনীয়। এই প্রকল্প, সেই সব পরিবারকে সব দিক থেকে সহায়তা করবে।
এই প্রকল্পে প্রত্যেক মাসে মিউচুয়াল ফান্ডে ৫০০০ টাকা করে জমা করলে ১৫ বছরে গিয়ে তা হবে ৯ লক্ষ টাকায়। এই টাকার উপরে বার্ষিক ১২ শতাংশ হারে সুদ পেলে ১৫ বছরে সেটি হবে ১৬,২২,৮৮০ টাকা। ১৫ বছর পূর্তির পরেই এই টাকার অঙ্ক হবে ২৫,২২,৮৮০ টাকা। সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে ২১ বছরে পাওয়া রিটার্ন টাকার কাছাকাছিই হবে এই বৃহৎ টাকার অঙ্ক।
কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনায় অর্থ বিনিয়োগ করার জন্য একজন কন্যা সন্তানের বয়স ১০ বছর বা তার কম হতে হবে। অন্যদিকে, জানা গিয়েছে SIP তে নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই।