নিজস্ব সংবাদদাতাঃ আপনি কি LPG উপভোক্তা ? তবে জেনে নিন এবার কেন্দ্র সরকারের নয়া সিদ্ধান্ত। ইন্ডেন এলপিজি সূত্রের খবর, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতাভুক্ত গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করা হবে। জানা গিয়েছে, খুব শিগগিরই গ্রাহকদের ছবি মোবাইলে বন্দি করবেন ডেলিভারি বয়রা।
সংস্থা সূত্রে খবর, ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে এলপিজি গ্রাহকদের এই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন করা হবে। বাড়িতে রান্নার গ্যাস দিতে গিয়ে ডেলিভারি বয় বা ডেলিভারিম্যানরা তাদের মোবাইল ফোনে থাকা নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এলপিজি গ্রাহকের আঙুলের ছাপ অথবা ফেস স্ক্যান করবেন। তারপর সেই বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন সংক্রান্ত তথ্য নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করবেন তারা। ৩১ ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।