কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কার্ড! ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা

কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে দেশের বহু মানুষ চিকিৎসার সুবিধা পেতে পারে। জেনে রাখুন কীভাবে করবেন এই কার্ড।

author-image
Probha Rani Das
New Update
medicalq1.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ দেশের মানুষদের চিকিৎসার জন্য বড় সুযোগ নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। দেশের মানুষের চিকিৎসা খাতে বড় উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হল আয়ুষ্মান ভারত যোজনা। ভারতে প্রায় ৪০ কোটি মানুষের আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত কার্ডের সাহায্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। 

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা সকলে নিতে পারবে না। এছাড়াও এই আয়ুষ্মান কার্ড সবাই তৈরি করতে পারে না। কিন্তু এই কার্ড তৈরি করা খুব সহজ।

medicalq2.jpg

কেউ যদি আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করতে চান, তাহলে মোবাইল থেকে সহজেই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন কোর্টে পারবেনকীভাবে করবেন জেনে রাখুন।

আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করার জন্য প্রথমে আবেদনকারীকে আয়ুষ্মান ভারত PMJAY-র অফিসিয়াল পোর্টালে https://pmjay.gov.in/ গিয়ে ‘Am I Eligible’ অপশনে ক্লিক করতে হবে। সেই অপশনে ক্লিক করার পরে একটি নতুন পেজ খুলবে। সেখানে মোবাইল নম্বর দিয়ে ভেরিফিকেশন করে কোড লিখে লগ ইনে ক্লিক করতে হবে।

modi pm kopp.jpg

এরপর সার্চ ফর বেনিফিশিয়ারি অপশনে ট্যাপ করলেই আবেদন শুরু হবে। আবেদনকারী কোন রাজ্যে বসবাস করে সেই রাজ্য নির্বাচন করে স্কিমে PMAY’ লিখতে হবে। এরপর Search By-, গ্রাহকের রেশন কার্ডের জন্য ফ্যামিলি আইডি, আধার কার্ড নির্বাচন করতে হবে। পরে জেলা বিকল্পে ট্যাপ করে সার্চ’ অপশনে ট্যাপ করুন।

পরবর্তী স্টেপে ফ্যামিলি আইডি অপশন সিলেক্ট করা থাকলে সেটিতে ট্যাপ করুন কিংবা আধার নম্বর লিখতে হবে। এবার পরিবারের সকল সদস্যের বিবরণ চলে আসবে। যে সদস্যের নামে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি হবে, তাঁর আধার ওটিপি, আঙুলের ছাপ বা মুখের ছবির মাধ্যমে যাচাই করে নিতে হবে।

তারপরে আধার বিকল্প নির্বাচন করার সময় ওটিপি -এর মাধ্যমে যাচাই প্রক্রিয়া হবে। একটি নতুন পেজ খুলবে। আবার ওটিপি যাচাই করতে হবে। আবেদনকারীর আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন জমা দেওয়া হয়েছে, এমন একটি পেজ খুলে যাবে। সব শেষে e-kyc বিকল্পে ট্যাপ করে আধার ওটিপি অপশন সিলেক্ট করে ওটিপি লিখে আবেদন জমা দিতে হবে। এভাবেই খুব সহজে মোবাইলের সাহায্যে আয়ুষ্মান ভারত কার্ড তৈরি করা যাবে।