নিজস্ব সংবাদদাতা: কৃষকদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করছে বলে জানালেন এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি বলেছেন, "কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা কৃষকদের বিরুদ্ধে। পেঁয়াজ চাষিরা যে টাকা পাওয়ার কথা তা পাচ্ছেন না। আজ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে এক টাকায়। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আজ আমরা কৃষক বিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মোর্চা করছি।"
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
a