আরজি করের ঘটনা থেকে শিক্ষা, কেন্দ্র মহিলাদের হাতে তুলে দিচ্ছে মোক্ষম অস্ত্র

মহিলাদের জন্যে নতুন ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
20_01_2020-chhattisgarh-women_19953518.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরজি করের ঘটনা অনেক প্রশ্ন তুলে দিয়েছে অনেকের মনে। এবার সেই ঘটনাকে সামনে রেখে মহিলাদের জন্যে নতুন ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবীর নেতৃত্বে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক, নতুন SHe-Box পোর্টাল চালু করলো এদিন।কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানির অভিযোগ নিবন্ধন ও পর্যবেক্ষণের জন্য এ প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে

কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী এদিন বলেন, "আজ নারী ও শিশু কল্যাণ মন্ত্রক ওয়েবসাইট চালু করলো এবং SHe-Box একটি আপগ্রেডেড ভার্সন। এর মাধ্যমে আমাদের কর্মক্ষেত্রে কর্মরত নারীরা যেমন নির্ভয়ে কাজ করতে পারবেন, তেমনি প্রধানমন্ত্রীও চান কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ুক। সুতরাং জন্য ই ওয়েবসাইট খুব দরকারী। এর ফলে মহিলারা যে কোনও জায়গায় নির্ভয়ে কাজ করতে পারবে”।

 

jukui98

nhjkj

Adddd