বিরোধীদের ভোট দেওয়ার প্রতিশোধ নিচ্ছে কেন্দ্র সরকার! সামনে এল চাঞ্চল্যকর তথ্য

দিল্লিতে পূর্বাঞ্চলিদের ওপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজের।

author-image
Tamalika Chakraborty
New Update
sourabh bharadwaj.JPG

নিজস্ব সংবাদদাতা: পূর্বাঞ্চলি ইস্যুতে আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ বলেছেন, "আমি দিল্লির পূর্বাঞ্চলি নেতাদের জিজ্ঞাসা করতে চাই, যখন জেপি নাড্ডা পূর্বাঞ্চলিদের অনুপ্রবেশকারী বলে অভিহিত করেছিলেন তখন মনোজ তিওয়ারি কোথায় ছিলেন। পূর্বাঞ্চাল মোর্চা কোথায় ছিল? মনোজ তিওয়ারি কোথায় ছিলেন যখন ' আমার নির্বাচনী এলাকায় ছট ঘাট ধ্বংস হয়েছে বলে জনগণের ভোটে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি? দিল্লিতে পূর্বাঞ্চল কাটা হচ্ছে, কারণ তারা AAP-কে ভোট দেয়।"

sourabh edit.jpg