নিজস্ব সংবাদদাতাঃ দেশে সাধারণ মানুষের সুযোগ সুবিধার জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন রাজ্য এবং কেন্দ্র সরকার। কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প, স্কলারশিপ রয়েছে যার মাধ্যমে দেশের সাধারণ মানুষকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। ভারত হল একটি কৃষি প্রধান দেশ।
প্রসঙ্গত, কৃষকদের সুবিধার জন্যও কেন্দ্র সরকার প্রকল্প চালু করেছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে দেশের কৃষকরা বিভিন্ন ভাবে সুবিধা পাবেন। এই যোজনার অধীনে দেশে কৃষকদের বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়ে থাকে। কৃষকদের কিস্তিতে এই টাকা অ্যাকাউন্টে পাঠানো হয়ে থাকে। প্রতি কিস্তিতে কৃষকদের ২০০০ করে দেওয়া হয়।
তবে এই প্রকল্পের জন্য কিছু শর্তও মেনে চলতে হবে। এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পেতে কৃষকের নামেই জমি থাকতে হবে। এই সুবিধা শুধুমাত্র পরিবারের একজনই নিতে পারবেন। কৃষক করদাতা হলে এই প্রকল্পের সুবিধা পাবেন না।