নিজস্ব সংবাদদাতা: তৃতীয়বার ক্ষমতায় এসেই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সকাল ১১টা থেকে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই নিয়ে একটানা সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি, যা ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায় বলাই যায়। তবে কি ভারতের অর্থনীতিতেও বদলাতে পারে অধ্যায়? সেই প্রশ্নের উত্তর অবশ্য মিলবে আর কিছুক্ষণ পরেই।
আজ বাজেট পেশের আগে চিরাচরিত ভঙ্গিমায় অর্থমন্ত্রকের সকল আধিকারিকের সাথে এবং সর্বপরী লাল রঙা বাজেট ফাইলের সাথে ফোটো সেশন করেন অর্থমন্ত্রী। তারপর বাজেট ফাইল নিয়ে রাষ্ট্রপতির সম্মতি আদায় করতে যান রাষ্ট্রপতির বাসভবনে। সেখানে মিষ্টিমুখের মধ্যে দিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছের সম্মতি আদায় করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এবার সংসদের উদ্দেশ্যে যাত্রা নির্মলা সীতারমনের।