নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্থাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন জুনিয়র চিকিৎসকরা। এক্ষেত্রে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর তরফে রাজ্য সরকারের তুমুল সমালোচনা করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন, 'আমরা যা করার করব, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ। কীভাবে বাংলায় হাসপাতাল চলছে, কী ঘটছে, সবাই দেখছে।'
প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্য দফতের বেহাল দশা কার্যত সকলের সামনে চলে এসেছে। জুনিয়র চিকিৎসকরা নিজেদের সুরক্ষা সহ একাধিক দাবিতে কর্ম বিরতি করছিলেন। স্বাস্থ্য ভবনের সামনে টানা ৯দিন ধরনা দেন। ১০ দিনের মাথায় তাঁরা তুলে নেন ধরনা। একটি মিছিল করে তাঁরা স্বাস্থ্যভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্সে যান। সেখানে চিকিৎসকদের সঙ্গে অনেক সাধারণ মানুষ যোগ দিয়েছেন। চিকিৎসকদের এই মিছিলে যোগ দেন অনেক সেলিব্রেটিরা। তবে জুনিয়র চিকিৎসকরা কর্ম বিরতি থেকে আংশিকভাবে কাজে যোগ দিলেও সাফ জানিয়েছেন, তাঁরা আন্দোলন কোনওভাবে থামাবেন না। যদি প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হয়, সেক্ষেত্রে তাঁরা ফের আন্দোলন আবার জোড়াল করবে। জুনিয়র চিকিৎসকরা জরুরি বিভাগে কাজে ফিরছে বলে জানান। তবে বিভিন্ন হাসপাতালে অবস্থান মঞ্চে আন্দোলন অব্যহত থাকবে।