নিজস্ব সংবাদদাতা: চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে চন্দ্রযান ৩। সফল অবতরণ হয়েছে ল্যান্ডার বিক্রমের। আর তারপরই আবেগে ভাসছে গোটা দেশ। উত্তেজনা, উন্মাদনায় মেতেছেন আমজনতা। একই স্রোতে গা ভাসিয়েছেন তারকারাও। টলি থেকে বলি বা দক্ষিণী সিনেমার জগত প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ইসরোর এত বড় সাফল্যকে।
শাহরুখ খান নিজের ছবিরই একটি গানের সূত্র ধরে লিখেছেন, ‘চাঁদ তারে তোড় লায়ুঁ…’। ইসরোর সমস্ত বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আজ ইন্ডিয়া অউর ইসরো ছা গয়া। ভারতকে যারা গর্বিত করেছেন সেই পুরো দলকে শুভেচ্ছা’।
Chaand Taare todh laoon….Saari Duniya par main chhaoon. Aaj india aur @isro chhaa gaya. Congratulations to all the scientists and engineers…the whole team which has made India so proud. Chandrayaan-3 has successfully
— Shah Rukh Khan (@iamsrk) August 23, 2023
soft-landed on the moon. #Chandrayaan3 pic.twitter.com/yBJu9k7Q8a
‘এক্স’ মাধ্যমে লিখেছেন অমিতাভ বচ্চনও। তিনি দু’টি পোস্ট করেছেন। যার মধ্যে একটিতে লিখেছেন হিন্দি কবিতাও।
T 4748 - 🇮🇳
— Amitabh Bachchan (@SrBachchan) August 23, 2023
'' ये चाँद उदित होकर नभ में, कुछ ताप मिटाता, हम सब का
लहरा लहरा ये परचम, आज , संदेश सुनाता भारत का ;
ये देश हमारा भारत है, अधिकार है विश्व के पन्नों पर ,
प्रथम रहा है, प्रथम रहेगा , शिवंकर, शंकर शिवशंकर ! ''
~ अमिताभ बच्चन pic.twitter.com/SBUV4goLPo
ওই একই মাধ্যমে লিখেছেন অক্ষয় কুমারও। ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ‘ভারত ইতিহাস তৈরি করছে এটা দেখতে পেরে আমি ভাগ্যবান। চাঁদে পৌঁছে গিয়েছে ভারত’।
A billion hearts saying THANK YOU @isro. You’ve made us so proud. Lucky to be watching India make history. India is on the moon, we are over the moon. #Chandrayaan3
— Akshay Kumar (@akshaykumar) August 23, 2023
দক্ষিণী সিনেমার জগত থেকেও এসেছে একের পর এক শুভেচ্ছা। পরিচালক এস এস রাজামৌলি, কমল হাসান, আর মাধবন, অল্লু অর্জুন, মহেশ বাবু, কাজল আগরওয়াল প্রত্যেকেই জানিয়েছে শুভেচ্ছা। দেশের এই ঐতিহাসিক সাফল্যের সাক্ষী থাকতে পেরে তারা ভাগ্যবান এবং গর্বিত।
Congratulations to @isro . A proud moment for India in space exploration! #Chandrayaan3 has touched down on the moon’s South Pole, making India the FIRST country to achieve this remarkable feat! JAIHIND ! #IndiaOnTheMoon 🇮🇳 pic.twitter.com/arBfnj1c4Z
— Allu Arjun (@alluarjun) August 23, 2023
Heart swelling with pride..
— rajamouli ss (@ssrajamouli) August 23, 2023
Tears rolling down the cheeks..
Pranam @ISRO at this incredible feat..🙏🏽🙏🏽🙏🏽#Chandrayaan3's smooth and successful landing marks a new era in India's cosmic rise.👏🏻👏🏻
JAI HIND 🇮🇳
Chandrayaan-3's upcoming lunar rover will leave its mark by etching our national emblem, the Lion Capital of Ashoka from Sarnath, along with ISRO on the lunar surface. A historic moment that symbolizes India's lunar legacy and presence. 🇮🇳🌕🚀 #Chandrayaan3 #ProudIndian pic.twitter.com/KYNlNAZYHY
— Kajal Aggarwal (@MsKajalAggarwal) August 23, 2023
বাংলার সিনে দুনিয়া থেকেও এই মুহুর্তকে ভাগ করে নিয়েছেন তারকারা। গর্ব বোধ করেছেন প্রত্যেকেই।
Jai Hind 🇮🇳
— Dev (@idevadhikari) August 23, 2023
Vande Matram 🙏🏻 https://t.co/vXw8VcLQZS
Proud moment!
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) August 23, 2023
Jai Hind 🇮🇳#Chandrayaan_3 https://t.co/w1WPGEkvSn