মহাকাশে যাওয়ার প্রস্তুতি চলছে জোরকদমে, লক্ষ্য বেঁধে দিলেন CDS

'মানবজাতির দীর্ঘ পথ অতিক্রান্ত করার লক্ষ্য রয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Narendra-Modi-with-astronauts-designate.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় বায়ু সেনা বাহিনীর ৪ দক্ষ বায়ু সেনা কে মহাকাশে যাওয়ার জন্যে বেছে নিয়েছে ইন্ডিয়ান স্পেস সেন্টার। এই মুহুর্তে তাঁদের ট্রেনিং চলছে জোরকদমে। যা নিয়ে উচ্ছ্বসিত ভারতের ত্রয়ী রক্ষা বাহিনীই। কেননা এটি ভারতের অন্যতম সাফল্য।

এদিন সেই সংক্রান্ত বিষয়ে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, “মহাকাশকে একটি চূড়ান্ত সীমান্ত বলা হয়। মহাকাশ তার বিস্তৃতিতে অসীম এবং এটি প্রসারিতও হচ্ছে। অন্যান্য সমস্ত সীমান্তের মতো, এটির প্রান্তগুলি খুব স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা কঠিন। মানবজাতির দীর্ঘ পথ অতিক্রান্ত করার লক্ষ্য রয়েছে। মহাকাশের রহস্য উন্মোচন করতে ভারত সেই যাত্রার অংশ হতে চায় যখন প্রধানমন্ত্রী মোদি ৪ মহাকাশচারীকে পরিচিওত করিয়ে দিয়েছে বিশ্বের দরবারে। ভারতীয় মহাকাশ মিশনের অংশ হিসেবে এই স্পেস যুদ্ধ নতুন ডোমেনের সাথে পরিচয় করিয়ে দিয়েছে গোটা বিশ্বকে”।

cds anil chauhan.webp

ISRO SUN.jpg

Add 1