নিজস্ব সংবাদদাতা: বুধবার সকালেই ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিল সিবিআই। রায়পুর ও ভিলাইয়ে তাঁর বাসভবনসহ এক পদস্থ পুলিশ আধিকারিক ও বাঘেলের ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতেও একযোগে তল্লাশি চালানো হচ্ছে। তবে কোন মামলার তদন্তে এই অভিযান, সে বিষয়ে এখনো কিছু জানায়নি কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
সূত্রের খবর, বেআইনি অনলাইন বেটিং সংক্রান্ত মহাদেব বেটিং অ্যাপ কাণ্ড-এর তদন্তের অংশ হিসেবেই এই তল্লাশি হতে পারে। এই অ্যাপটি অনলাইনে অবৈধ জুয়া পরিচালনার জন্য তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
/anm-bengali/media/media_files/fkERhSkOGcOVGL41hnju.jpg)
সিবিআই তল্লাশির খবর জানিয়ে বাঘেলের দফতর এক্স (পূর্ববর্তী টুইটার)-এ পোস্ট করে লিখেছে, "এখানে সিবিআই এসেছে। গুজরাটের আহমেদাবাদে এআইসিসি-র 'ড্রাফটিং কমিটি' বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন ভূপেশ বাঘেল। তার আগেই তাঁর রায়পুর ও ভিলাইয়ের বাসভবনে পৌঁছে গেছে সিবিআই।"
এ বিষয়ে কংগ্রেস নেতা সুশীল আনন্দ শুক্লার কটাক্ষ, "এর আগে বিজেপি ইডিকে পাঠিয়েছিল, এবার সিবিআইকে পাঠিয়েছে। আজ দিল্লি যাওয়ার কথা থাকলেও, তাঁর কর্মসূচি বানচাল করতেই এই অভিযান চালানো হয়েছে। রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে বিজেপি এখন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে।"
সিবিআই-এর এই পদক্ষেপে রাজনৈতিক মহলে বিতর্ক আরও বাড়ছে। বিজেপি যদিও এই অভিযানের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকার দাবি নাকচ করে বলেছে, আইন অনুযায়ী তদন্ত চলছে এবং নিরপেক্ষভাবেই কাজ করছে কেন্দ্রীয় সংস্থাগুলি।