নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, নেট-এর পর এবার নিট ইউজি-এর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত তদন্তভার দেওয়া হল সিবিআইকে। শনিবারই শিক্ষামন্ত্রকের তরফে প্রেসবিবৃতি জারি করে এই কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ মে ২০২৪ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার আয়োজন করেছিল। এই পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। স্বচ্ছতার কথা মাথায় রেখে শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হল।