প্রাক্তন রাজ্যপালকে CBI-এর নোটিশ, আগেও পড়েছিলেন বিপাকে

জম্মু ও কাশ্মীরের (J&K) প্রাক্তন রাজ্যপাল (Governor) সত্যপাল মালিককে (Satyapal Malik) বীমা কেলেঙ্কারির অভিযোগে নোটিস পাঠিয়েছে সিবিআই (CBI)।

author-image
SWETA MITRA
New Update
cbi.jpg

নিজস্ব সংবাদদাতা: জম্মু ও কাশ্মীরের (J&K) প্রাক্তন রাজ্যপাল (Governor) সত্যপাল মালিককে (Satyapal Malik) বীমা কেলেঙ্কারির অভিযোগে নোটিস পাঠিয়েছে সিবিআই (CBI)।সত্যপাল মালিক জানিয়েছেন, আকবর রোডের গেস্টহাউসে তার উপস্থিতির ব্যাপারে জানতে চেয়েছে সিবিআই। পুলওয়ামা জঙ্গি হামলা নিয়ে একটি সাক্ষাত্কারের কারণে প্রাক্তন রাজ্যপাল খবরের শিরোনামে উঠে এসেছিলেন। এই প্রথম নয় যে মালিককে এই মামলায় সিবিআই তলব করেছে। গত বছরের এপ্রিলেও বিপাকে পড়েছিলেন তিনি।