নিজস্ব সংবাদদাতাঃ বালাসোরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮। কীভাবে দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস? অন্তর্ঘাত নাকি মানুষের ভুল? তদন্ত চালাচ্ছে সিবিআই। এর পাশাপাশি কয়েকটি প্রশ্নের উত্তরের খোঁজে বালাসোরে রয়েছে সিবিআই।
১. মেন লাইনে সিগন্যাল সবুজ থাকলেও করমণ্ডল লুপ লাইনে ঢোকার নেপথ্যে কোন রহস্য?
২. দুর্ঘটনার আগে কোন কোন ট্রেন সেখান দিয়ে ক্রস করেছে?
৩. শুক্রবার বাহানাগা স্টেশনে মর্নিং শিফটে কোন কর্মীরা ছিলেন?
৪. দুর্ঘটনার দিন ছুটিতে ছিলেন কোন কর্মীরা?
এদিকে, দুর্ঘটনা থেকে নমুনা সংগ্রহ করেছে সেন্ট্রাল ফরেনসিক টিম। সেই টিমের থেকে তথ্য সংগ্রহ করেছে সিবিআই। বাহানাগা বাজার স্টেশন, প্যানেল কন্ট্রোল রুম, পয়েন্ট, স্টেশন ম্যানেজারের ঘর পরিদর্শন করছে সিবিআই।