নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ সালের লোকসভা ভোটের এবার কংগ্রেসের গলার কাঁটা হয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। জানা গিয়েছে, ২০১৬ সালের উত্তরাখণ্ড স্টিং মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত-সহ চারজনকে ভয়েস স্যাম্পল দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে ৪ জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে মামলা দায়ের করেছে সিবিআই। এখন সিবিআই এই মামলায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও নোটিশ দিয়েছে। তবে হরিশ রাওয়াত বলেছেন, ‘সিবিআই যখন নোটিশ নিয়ে আমার বাড়িতে পৌঁছায় তখন আমি বাড়িতে ছিলাম না।‘ এ নিয়ে ফেসবুকে একটি পোস্টও লিখেছেন তিনি।
তিনি লেখেন, ‘বন্ধুগণ, সিবিআই-এর নোটিশ প্রসঙ্গে আমি আপনাদের বলছি যে আমি সম্পূর্ণ সহযোগিতা করব। কারণ তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আদালতের বিভিন্ন স্তরে তর্ক-বিতর্ক উঠে আসবে, আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে এবং বিজেপি যেভাবে সেই অভিযোগগুলি ভুলভাবে প্রচার করেছে, তাতে মানুষের বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার জনজীবনের স্বার্থেই উত্তরাখণ্ড ও দেশের মানুষের কাছে পুরো পরিস্থিতি পরিষ্কার হওয়া উচিত। কিন্তু সিবিআই এতটাই তাড়াহুড়ো করছে যে বৃহস্পতিবার সকালে যখন আমি কয়েকজন বন্ধুকে ঈদের অভিনন্দন জানাতে গিয়েছিলাম, তখন সিবিআই-এর আধিকারিকরা নোটিশ নিয়ে আমার বাড়িতে পৌঁছেছিল, আমি সেইসময়ে বাড়িতে ছিলাম না। তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেই তাদের আসার জন্য আমন্ত্রণ জানাবো।‘
উল্লেখ্য, ২০১৬ সালের দুটি স্টিংয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত, হরক সিং রাওয়াত, বিধায়ক মদন বিষ্ট এবং উমেশ কুমারকে স্পষ্টভাবে দেখা গিয়েছিল। স্টিংয়ে বিধায়কদের কেনাবেচা নিয়ে সব ধরনের কথা বলা হয়েছে।
এদিকে হরক সিং রাওয়াত বলেছেন, ‘তিনি প্রতারিত হয়েছেন।‘ কিছুদিন আগে সিবিআই আদালত ওই চারজনের কণ্ঠস্বরের নমুনা নেওয়ার জন্য নোটিশ জারি করার নির্দেশ দিয়েছিল। এর আওতায় বকরি ঈদের দিন প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে নোটিশ পাঠিয়ে স্টিং আলোচনাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায় সিবিআই।
In the 2016 Uttarakhand sting case, the CBI court has sent notices to four people, including former Chief Minister Harish Rawat, to give voice samples.
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) June 30, 2023
Former Chief Minister Harish Rawat will appear before the court on July 4.
(File photo) pic.twitter.com/au1us62mTD