খাঁচা থেকে মুক্ত বীরভূমের বাঘ! ঠিক কি কারণে জামিন পেলেন অনুব্রত?

গরু পাচার কাণ্ডে প্রথম অভিযুক্ত হিসাব অনুব্রত মণ্ডল কে গ্রেফতার করেছিল সিবিআই। কিন্তু সেই অভিযোগ প্রমাণ করতে না পারায় সুপ্রিম কোর্ট থেকে জামিন মঞ্জুর হলো অনুব্রত মণ্ডলের।

author-image
Debapriya Sarkar
New Update
12

নিজস্ব প্রতিবেদন : গরু পাচারের অভিযোগে ইডির মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। আদালতের নির্দেশ অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে সোমবার তিনি তিহাড় জেল থেকে মুক্তি পেতে পারেন। জামিনের খবর শোনার পর থেকেই তাঁর বাড়িতে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।

Anubrata

কি কারনে জামিন পেল অনুব্রত মণ্ডল? 

অনুব্রত মণ্ডলকে গরু পাচার কাণ্ডে প্রথম অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে সিবিআই। দীর্ঘদিন এই মামলার তদন্ত চললেও শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে সিবিআই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অভিযোগের কোন সঠিক তথ্য প্রমাণ দিতে পারেনি। তার ভিত্তিতেই জামিন মঞ্জুর করা হয় অনুব্রত মন্ডলের।

Anubrata Mondal: দুর্নীতির সঙ্গে আপোষ করবে না দল, সাফ জানাল তৃণমূল

উল্লেখ্য, মঙ্গলবার বীরভূমে নিজের বাড়িতে ফিরছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরা নিয়ে তার পরিবারে সদস্য এবং অনুরাগীদের মধ্যে আনন্দের রেশ ফুটে উঠেছে।