নিজস্ব সংবাদদাতাঃ সিবিআই প্রায় আটটি স্থানে অভিযান চালিয়েছে। যার মধ্যে সাতটি দিল্লিতে এবং জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারে একটি। জানা গিয়েছে, কিরু জলবিদ্যুৎ প্রকল্পের পুরষ্কার ও নাগরিক কাজের অনিয়ম সম্পর্কিত চলমান তদন্তে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতে সিবিআই এই অভিযান চালিয়েছে।
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)