মণিপুর, ছাত্র হত্যা, গ্রেফতার! তদন্তে নেমেই সাফল্য সিবিআইয়ের

এখনও উত্তপ্ত মণিপুরের পরিস্থিতি।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ক

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে সহিংসতা সংক্রান্ত মামলার চলমান তদন্তে অভিযুক্ত চারজনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই)। অভিযুক্ত চারজন হলেন পাওমিনলুন হাওকিপ, এস মালসাওম হাওকিপ, লিনগনিচং বাইতেকুকি এবং টিনিলহিং হেনথাং। দুই নারী ও দুই পুরুষকে আটক করা হয়েছে। দুই ছাত্রের মৃত্যুর পেছনে অভিযুক্তদের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন এক আধিকারিক।

সিবিআই জানিয়েছে, মণিপুর সরকারের অনুরোধে ২০২৩ সালের ২৩ আগস্ট দুটি মামলা দায়ের করা হয়েছিল এবং ৮ জুলাই ইম্ফল থানায় এবং ১৯ জুলাই লাম্পেল থানায় নাবালিকাদের বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে রাজ্য পুলিশ এই মামলাগুলোর তদন্তের দায়িত্ব নিয়েছিল। এসব মামলার তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সিবিআই জানিয়েছে, গ্রেফতারকৃতদের গুয়াহাটির উপযুক্ত আদালতে (সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী মনোনীত) হাজির করা হবে। ইম্ফল (মণিপুর) থেকে গুয়াহাটি (আসাম) যাওয়ার সময় অভিযুক্তের সঙ্গে থাকা দুই নাবালক শিশুকে কামরূপ মেট্রো জেলার জেলা শিশু সুরক্ষা আধিকারিকের কাছে হস্তান্তর করা হয়েছে।