নিজস্ব সংবাদদাতা: এবার অনুব্রত মণ্ডলের পর গরুপাচার মামলায় জামিন পেলেন এনামুল হক। ইডির মামলায় এনামুল হককে জামিন দিল শীর্ষ আদালত। সিবিআইয়ের মামলায় আগেই জামিন পেয়েছিলেন এনামুল। ইডি জামিনের বিরোধীতা করলেও তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
গরুপাচার মামলায় প্রায় আড়াই বছর ধরে জেলবন্দী ছিলেন ব্যবসায়ী এনামুল হক। পশ্চিমবঙ্গের সীমান্ত পেরিয়ে বাংলাদেশের গরুপাচার তো বটেই, হাওয়ালার আর্থিক লেনদেনের অভিযোগ ছিল এনামুলের বিরুদ্ধে। যে কারণে ইডি তাঁকে গ্রেফতার করেছিল। ইডি তখন এনামুলের বিরুদ্ধে অর্থপাচার প্রতিরোধী আইনের মামলা রুজু করে।
ইডির তরফে বলা হয়েছিল, ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের মধ্যে এনামুলের সঙ্গে বিনয় মিশ্র ও তাঁর ভাই বিকাশ মিশ্রের মধ্যে মোটা টাকা লেনদেন হয়। সেই এক বছরে এনামুলের কাছ থেকে ৬ কোটি ১০ লক্ষ টাকা পেয়েছিলেন তারা। এই খবর পাওয়ার পরই বিকাশকে গ্রেফতার করে ইডি।
অন্যদিকে, এনামুলকে ২০২০ সালের নভেম্বরে সিবিআই গ্রেফতার করে। যদিও সেই মামলায় আগেই জামিন পেয়েছিলেন এনামুল। আর এবার ইডির মামলা থেকেও জামিন পেলেন তিনি।
এদিকে, আজই দীর্ঘ ২৫ মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন অনুব্রত মণ্ডলও। ফলে স্বাভাবিক ভাবেই গরুপাচার কাণ্ডে দু’দুটি গুরুত্বপূর্ণ মুখ জামিন পেয়ে যাচ্ছেন আজই।