রাজ্যে জাত-ভিত্তিক আদমশুমারি, কি বললেন বিরোধী দলনেতা?

জাত-ভিত্তিক আদমশুমারি নিয়ে বক্তব্য রাখলেন রাজেন্দ্র রাঠোর। 

author-image
Aniket
New Update
breaking.webp

নিজস্ব সংবাদদাতা: রাজস্থানে জাত-ভিত্তিক আদমশুমারির বিষয়ে এবার অশোক গেহলটকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা রাজেন্দ্র রাঠোর। তিনি বলেছেন, “তিনি (অশোক গেহলট) নির্বাচনের আচরণবিধি কার্যকর হওয়ার মাত্র তিন দিন আগে এটি ঘোষণা করেছেন। জাত-ভিত্তিক আদমশুমারি যদি এতই গুরুত্বপূর্ণ ছিল, তাহলে তিনি কেনও আগে সিদ্ধান্ত নেননি? জাত-ভিত্তিক আদমশুমারি করার অধিকার শুধুমাত্র কেন্দ্রের। আদমশুমারির নামে সে তার হারানো সমর্থনের ভিত্তি খুঁজে বের করার চেষ্টা করছে"।

 

 

hiring 2.jpeg