সমাজকে একীভূত করবে জাতি-শুমারি!

জাতি শুমারির পক্ষে সওয়াল সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের।

author-image
Pallabi Sanyal
New Update
 Akhilesh Yadav

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : জাতি শুমারি সমাজকে একীভূত করবে বলে মনে করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, "জাতি-ভিত্তিক আদমশুমারি সবাইকে একত্রিত করবে। যে জাতিগুলি পিছনে ছিল, যাদের এখনও সম্মান ও অধিকার দেওয়া হয়নি, এবং যারা মনে করেন যে তারা জনসংখ্যায় বেশি কিন্তু তারা সেই অনুযায়ী কিছুই পাচ্ছে না, আমি মনে করি বর্ণভিত্তিক আদমশুমারি আমাদের সমাজকে একীভূত করবে। সব জাতি অধিকার ও সম্মান পাবে।"

 

 

hire