Caste Based Census: সমর্থন জানালেন মুখ্যমন্ত্রী

জাতি ভিত্তিক গণনা নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-webp-to-jpg - 2023-10-10T160438.456 (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: জাতি ভিত্তিক গণনা করে ইতিমধ্যেই সাড়া ফেলেছে বিহার। যদিও তা নিয়ে জোর চর্চা হয়েছে রাজনীতির আঙিনায়। আর এবার সেই নিয়ে প্রতিক্রিয়া দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

জাতিভিত্তিক আদমশুমারি সম্পর্কে, মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছেন, “গতকাল, রাহুল গান্ধী বলেছিলেন যে এটি আমাদের দোষ যে আমরা আগে জাতি ভিত্তিক আদমশুমারি পরিচালনা করতে পারিনি। ঠিক যেভাবে আমরা মহিলাদের সংরক্ষণের সমর্থনে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই বিল পাশ করে দিল বিজেপি। ঠিক সেরকম বর্ণভিত্তিক আদমশুমারির ধারণাকেও সমর্থন জানাচ্ছে কংগ্রেস। আমরা আশা করি প্রধানমন্ত্রী মোদি শীঘ্রই এটি বাস্তবায়ন করবেন”।

hiren