নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে জাতি ভিত্তিক আদমশুমারি করে চমকে দিয়েছে বিহার সরকার। যা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তবে এবার সরাসরি সমর্থন পেলেন কংগ্রেসের।
জাতি ভিত্তিক আদমশুমারির বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির পালটা জবাব দিতে গিয়ে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, “কেন্দ্রের এবার এটা করা উচিত। বিহার সরকার করে দেখিয়েছে। তারা মহিলা সংরক্ষণ বিল পাস করেছে, যা ১০ কিংবা ১৫ বছর পরে বাস্তবায়িত হবে, আবার নাও হতে পারে। সেক্ষেত্রে জাতি ভিত্তিক আদমশুমারি হলে সেটা ভালো হবে। জাতি ভিত্তিক আদমশুমারি হওয়া উচিত। কংগ্রেস এবং ইন্ডিয়া জোট এটিকে সমর্থন করে”। তবে কেন্দ্র কি এটিকে সমর্থন করবে?”