নিজস্ব সংবাদদাতা: গতকাল রাজ্য বিধানসভায় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জনসংখ্যা নিয়ন্ত্রণে শিক্ষা এবং মহিলাদের ভূমিকা নিয়ে এমন কিছু বক্তব্য রেখেছিলেন যা দেশজুড়ে ঝড় তুলেছে। রাজনৈতিক মহল দাবি করছে তাঁর পদত্যাগ করা উচিত। এরই মধ্যে এবার এল বড় আপডেট। মুজাফফরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই সংক্রান্ত এক অভিযোগ দায়ের করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর এই মামলার শুনানি রয়েছে।