মন্দিরে পুজো দিতে গিয়ে বিপদ, ভেসে গেল গাড়ি

গাড়িতে করে মন্দিরে পুজো দিতে এসেছিলেন এক মহিলা। গাড়ি রেখেছিলেন এক নদীর কাছে। কিন্তু হঠাৎ করে হড়পা বান এসে যাওয়ার ভেসে গেল গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন ওই মহিলা। গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।

author-image
Ritika Das
New Update
hariyana.jpg

নিজস্ব সংবাদদাতা: গাড়িতে করে এসেছিলেন মন্দিরে পুজো দিতে। কিন্তু পুজো দিতে এসে এমন বিপদের সম্মুখীন হতে হবে, তা বোধহয় ভাবতেও পারেননি এক মহিলা। ঘটনাটি ঘটেছে হরিয়ানার পঞ্চকুলায়। সেখানে নদীর জলে ভেসে গেল গাড়ি। কোনও ক্রমে উদ্ধার পেয়েছেন গাড়ির মধ্যে থাকা এক মহিলা যাত্রী। 

গত কিছু দিন ধরেই হরিয়ানায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে পঞ্চকুলার খড়ক মঙ্গোলি দিয়ে বয়ে যাওয়া নদীতে বেড়েছে জলের স্তর। রবিবার খড়ক মঙ্গোলিতে একটি মন্দিরে পুজো দিতে এসেছিলেন এক মহিলা। তিনি গাড়িতে করে আসেন। জানা গিয়েছে যে, মন্দিরে যাওয়ার আগে তিনি নদীর কাছে গাড়িটি রেখে দিয়ে যান। কিন্তু নদীতে হঠাৎ করে আসা হড়পা বানে ভেসে যায় গাড়িটি। 

এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান ওই মহিলা। তাঁকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি একটি ব্রিজের তলায় আটকে যায়। সেখান থেকে ক্রেনের মাধ্যমে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।