নিজস্ব সংবাদদাতা: ডোডার জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন এরাজ্যের সেনা। ক্যাপ্টেন ব্রিজেশ থাপা জম্মু ও কাশ্মীরের সেই এনকাউন্টারে প্রাণ হারিয়েছেন। তাঁর কাকু যোগেশ থাপা, তাই তাঁর ভাইপোকে আজ স্মরণ করছেন।
তাঁর কথায়, “গত রাতে ডোডায় তাকে অ্যাকশনে হত্যা করা হয়েছে। আমরা তার দেহ আসার অপেক্ষায় রয়েছি, তারপরে আমরা দার্জিলিং যাব। তার বাবা-মা দার্জিলিংয়েই থাকেন। সে ৫ বছর আগে চাকরিতে যোগ দিয়েছিল। সে আর্মি এলাকায় জন্মেছে এবং বড় হয়েছে। তার বাবা সেনাবাহিনীতে একজন কর্নেল ছিলেন। আমরা আশা করছি আগামীকালের মধ্যে তাঁর দেহ হস্তান্তর করা হবে। এটা বলা সহজ যে তিনি দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন, কিন্তু পরিবার হিসেবে আমরা যে ক্ষতির সম্মুখীন হয়েছি তা কখনই পূরণ করা যাবে না। আমরা জানি না কবে সরকার জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমাদের সৈন্যরা প্রতিদিন নিহত হচ্ছে। আমরা চাই খুব তাড়াতাড়ি তাঁদের ব্যবস্থা নেওয়া হোক”।