গণেশ চতুর্থীর আবহে গাঁজা পাচার! রইল ভিডিও

গাঁজায় আসক্তি বাড়ছে! নাগপুরে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা। পাচারের আগেই সাফল্য ডিআরআই-এর। গাঁজার উৎস কী? কোথা থেকে আনা হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তদন্ত শুরু।

author-image
Pallabi Sanyal
New Update
sxzas

নিজস্ব সংবাদদাতা : গাঁজা পাচার! বাড়ছে মাদকাসক্তি! মহারাষ্ট্রে অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়েও ভেস্তে গেল প্ল্যান। নাগপুরে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) মউদা টোলে (এমএইচ) একটি ট্রাক্টর (ট্রলির সাথে সংযুক্ত)  আটক করেছে। ট্রলিতেই থরে থরে সাজানো ছিল গাঁজার প্যাকেট। ১০০টি প্যাকেট ছিল মোট। ২১১ কেজি পরিমাণ গাঁজা উদ্ধার। যার দাম ৪২.২ লক্ষ টাকা। এনডিপিএস আইনের ধারায় গ্রেফতার দুই ব্যক্তি। বিশদ তদন্ত চলছে বলে খবর ডিআরআই সূত্রে।